লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম-এর গুচ্ছ কবিতা

 

অন্ধকারগুচ্ছ

 

আলোকিত ছায়ায় অন্ধ আলোর অনুকম্পন

সর্বহারা এক চিলতে বাতাসের সংমিশ্রণ

প্রসব করছে জল

এই জল সামান্য বদলে পানি হয়ে নামে চোখে

 

জানতাম অশ্রু-লবণ, দুঃখ ও কষ্টের~

 

ছায়া ও ছায়া ঘন আলোর হৃদয়ে উত্তাপ~

গভীর শূন্যে দেখা আলোর অন্তর্জলি ডানা কাটা পরীর নিঃশর্ত সৌন্দর্যে পুড়ে মুগ্ধ হয়

এমন ছায়া ও আলো বর্ণে নৌকো হারালো~

 

জলে সমূহ স্বপ্নের প্রতিরূপ ভাসান

চেতনায় ভাস্বর নভশ্চর

 

উল্কাপিণ্ড খসে পড়ছে বুকে~


নশ্বর দেহ থেকে চেতনা বিয়োগ হলে সূর্য

অন্য কোনো আকাশে ছড়িয়ে দেয় জোৎস্না

এই ত্রিফলা অন্ধকারে নিজেকে গুছিয়ে নিচ্ছে কাক

 

ভোজবাড়িতে কুকুরগুলোকে দেখে মনে হয়

আজন্ম বিপ্লব চলছে~

কেননা একটির অন্ত্যেষ্টিতে অন্যটির সুত্রপাত

 

এই মেঘের রাজ্যে জাগরিত লাটাই

সুতোয় উড়ছে খেয়াল~

দৈন্যতার আলপিনগুলো গেঁথে আছে ক্যালেণ্ডারে

পিয়ানোর কাছে কান্নার স্মরণ সভা

 

গিটারটি কাঁদতে জানে না

সন্তরণের মাত্রা ভেঙেছে বিষাদ

রজনীগন্ধার বুকে একতারার মর্মান্তিক আগুন~

 

প্রসারিত আলোয় জানালাগুলোর অবগাহন

 

আবহাওয়ার পূর্বাভাসে যে নক্ষত্রের ডানা খুলে নিঃস্ব হওয়ার কথা

তার নিখোঁজ সংবাদ ছড়িয়ে যাচ্ছে দেবালয়ে~

 

অচলায়তন থেকে ছড়ানো বাঁশির সৌরভ~

ফুল ফোটার সম্ভাবনায় বিলম্বিত মৌমাছির গুঞ্জন

অন্ধকারের আঁশটে হাওয়ায় মূর্ছিতধর্ষিত হলে

 

 

চোখ থেকে খুলতে থাকে তাবিজ~

 

 

ঘোরের ভেতর নানান আলোয় উল্লসিত সানাই

তরল-প্রজাপতি, ডানাওয়ালা-ডলফিন এবং কিছু শান্ত-নরখাদক ঘুমিয়ে আছে

ঘুমের মখমল ছড়ানো উঠোনে কলাবউ নেই

 

কেউ একজন রিংমাস্টার সেজে জমিয়ে তুলেছে আসর

আর এই নির্বোধ দেশে সার্কাস চরম

জনগণ চায়লেন মনের পরিবর্তন

শৃঙ্খলিত হলো পাখি~

 

 

এবং কিছু ডানা ছাঁটা স্বপ্নের ঢেউ উথলে পড়ল লোকালয়ে~

No comments:

Post a Comment