লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, January 25, 2022

অমিত পাটোয়ারী

অমিত পাটোয়ারী’র কবিতা

রুদ্রশেখর

 

বাংলার শিশিরে ধুয়ে যাওয়া গদ্যের কুকুর

নিঃসঙ্গ সন্ধ্যায়

তোমার পায়ে এসে ঘষে দিচ্ছে মুখ...

জলরঙে আঁকা তোমার আলতার আবছায়ায়

লেগে থাকা ব্যর্থ দধিমঙ্গল ফোঁটা

ও কি খাবে?

 

তুমি জানো, প্রতিবার তাড়িয়ে দেওয়ার পর

কুবকুবের পাশে জেগে থাকে ও

সারারাত্তির...

অন্ধগলির রাস্তার গরম পিচের ঘ্রাণ,

এই শব্দবন্ধ জুড়ে ও কেবল

তোমার আলতাবালা জন্মের কথা ভাবে।

1 comment: