অমিত পাটোয়ারী’র কবিতা
রুদ্রশেখর
বাংলার
শিশিরে ধুয়ে যাওয়া গদ্যের কুকুর
নিঃসঙ্গ
সন্ধ্যায়
তোমার
পায়ে এসে ঘষে দিচ্ছে মুখ...
জলরঙে
আঁকা তোমার আলতার আবছায়ায়
লেগে
থাকা ব্যর্থ দধিমঙ্গল ফোঁটা
ও
কি খাবে?
তুমি
জানো, প্রতিবার তাড়িয়ে দেওয়ার পর
কুবকুবের
পাশে জেগে থাকে ও
সারারাত্তির...
অন্ধগলির
রাস্তার গরম পিচের ঘ্রাণ,
এই
শব্দবন্ধ জুড়ে ও কেবল
তোমার
আলতাবালা জন্মের কথা ভাবে।
অপূর্ব কবিতা
ReplyDelete