নীপবীথি ভৌমিক-এর দুটি কবিতা
আত্ম জিজ্ঞাসা
এইসব ক্ষত মুছে গেলে আর
কোথায় পাবে তুমি হেমন্তের রঙ?
জেগে
ওঠে কুয়াশা ঘর
জেগে ওঠে নিশ্চুপ বিষাদ।
আমাকে
প্রশ্নে বেঁধে পেরেছ কি
নিজেকে জেতাতে?
তাই
ক্ষত থাক বরং। স্নান সেরে নাও
ওই
ধূসর জলের দিনে।
মাটিকে না ছুঁলে কি বোঝা যায় আর
ভালবাসা কাকে বলে
অসময়ের চায়ের কাপ
গাঙচিল উড়ে গেলে শূন্য হয়ে যায় আকাশ
পৃথিবীটা মস্ত বড় লাগে তখন
শূন্যে
ঝোলে মৃত সাপ, আর খোলস ছাড়ানো
কুমিরের কান্না
কোনো একটা মানুষ আজ হঠাৎ এসে পড়েছে
আমাদের অচেনার ঘাসের সবুজ বাগানে,
সুর
বাঁধছে বিসমিল্লা, দরবাড়ীতে গভীর ঘুম
গাঙচিল আজ উড়ে যাক
আকাশে নামুক মৃত সাপ
অসময়ের চায়ের কাপে লেখা কবিতাগুলো
জমে উঠুক আবার ফাঁকা ডাস্টবিনের গল্পে।
চমৎকার কবিতা
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Delete