মধুমিতা রায়-এর কবিতা
ক্ষোভ
নদীর থাকে না পিন কোড
হতচ্ছাড়া!
আপনি লালন করে সমুদ্রের ঢেউ,
সাবানের ফেনা
একনিমেষে,ঝেড়ে দেয়
লেখার মাত্রাকে মুছে
চিত্রভানুকে চিরবিদায়
কীসের ছটফটানি?
কে দেয় চাকায় তেল?
সপ্তাহে একটি দিন থামতে পারতো!
সহজে আলাপ যাতে জমে যায়
কামারশালা
জানালার শিক, তুলো,
হাতের আঙুল, লোহা
কামারশালায়
পানপাত্র দ্যুতিমান, মাথায় টোপর
ক্ষণজন্মা সহ্য করে হাতুড়ির পদাঘাত
ঘুমন্ত কমলা হাসে হাপরের নীচে-
কোথাও সেতার
লাঠি দিয়ে জোরে মারো, বালিশ হবে তো!
গাছ
একটা দেওয়াল বার্তা, এক ঘর পুরো খাঁচা
জানালার পর্দা চাঁপাগাছ
ট্রামগাড়ি শহরের ডাল
সবই জীবিত
প্রিয় ধূপকাঠি আজ ফুলের বিজয়ী
গাছই শেখায় রোজ
আকাশের কাছে যায় কচি পাতা
মূল
তবু
নক্সা
কাটে
মাটির
লালায়
স্নেহ
সন্ধ্যার উজ্জ্বল তারা গ্রাস করে
মায়ের আঁচল,স্নেহ
শুকতারার নেই আলো
আমাদের খিদে করো দূর
মেঘের গর্জন
সহ্য করা
বৃষ্টির ফোটাকে তুলে রাখো
ভাতের কলসি আজ ভর্তি হয় যেন...
ভোরের শাসন যেন চাবুক মেরেছে
গ্রহণের সূর্য ছাড়া হারানোর কিছু নেই আমাদের!
ভালো লাগলো কবিতাগুলি।
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteঅনবদ্য অনুভব
ReplyDeleteভালো হয়েছে।
ReplyDeleteভালো লাগল
ReplyDelete