লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, October 26, 2020

রূপক ব্যানার্জী, একাদশ সংখ্যা

রূপক ব্যানার্জী-র কবিতা

 

১. অভিষিক্তা

 

অভিষিক্তার পিঠে শাশ্বত জরায়ুর শ্লোক

ভগ্নাংশের কাছে পূর্ণতা দাবি করা লোক

 

জীবদ্দশায় শুধু মরীচিকা তাড়া করে করে

আটকে পড়েছে অতিসর্পিল নিস্পৃহডোরে

 

জলপ্রপাত খসা লোভাতুর পায়রার ডাকে

রাজত্ব সঁপে দিয়ে চলে যায় অভিষিক্তাকে

 

ভগ্নাংশের কাছে পূর্ণতা দাবি করা লোক

অমাবস্যার রাতে স্বেচ্ছামৃত্যুবাহী হোক...

 

 

২. মেটাফর

 

বৃতির মাথা নরম হয়ে খসতে থাকা ফুলে

অতর্কিতে ছুটতে থাকে লজ্জা-রাঙা দুল

শ্রান্তিহীনা শরীর এসে ছায়ার পাশে শুলে

কানের লতির ব্যালকনি'ও অরণ্যসংকুল

 

কর্নেটোরোদ ছিটকে আসা বায়বমাস্তুলে

সালতামামি করতে বসে স্বেচ্ছাসেবীমেঘ

অন্ধ'জোনাক ভর্তি হলে প্রাইমারি ইস্কুলে

ধর্মাবতার কমিয়ে দেন নিক্ষেপণের বেগ

 

দগ্ধ মহীরুহের ডালে, ইচ্ছে-শিশির মূলে,

মফস্বলি সায়াহ্নঘুম ঢলছে ঘরে ঘরে...

কিংবা কিছু এলিপ্টিকাল রক্তজবা তুলে

স্বর্গে দেবী সেপিয়াটিক, মর্ত্য-মেটাফরে

No comments:

Post a Comment