রবীন বসু-র কবিতা
নিমগ্ন
অস্থিরতা
নিমগ্ন অস্থিরতা ঘিরে ধরলে
আমি বড় বেশি চিৎকার দিই,
বিসদৃশ আর বেমানান সেই
কণ্ঠস্বর ভেঙে গিয়ে পূর্বাপর
সজ্জিত বিন্যাস আঁকে বারবার;
সংযোগসেতু দিয়ে তখন যাত্রা
তার ভৌগোলিক সীমারেখা মাপে।
কলম্বাস আর হারানো কম্পাস
দিকভোলা হয়ে ডুবন্ত প্রবাল
দ্বীপের স্বচ্ছতায় দাঁড়িয়ে থাকে;
তখন নিমগ্ন অস্থিরতা, সেই সঙ্গে
নিরুদ্দিষ্ট হাওয়া কানাকানি করে।
আন্তরিক ধন্যবাদ 🙏 আর অভিবাদন জানাই
ReplyDelete