লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, October 26, 2020

গৌতম মণ্ডল, একাদশ সংখ্যা

গৌতম মণ্ডল-এর কবিতা

 

অনুবাত ঢাল

 

এখানে এসো না প্রিয়

এখানে এসো না, এই বৃষ্টিচ্ছায়ে

অনুবাত ঢাল বেয়ে নেমে আসে ধুম্র গুমোট

শুষ্ক ইথাকা জুড়ে তীব্র দহন

এখানে এসো না প্রিয় আত্মহত্যার উপত্যকায়।

 

এখানে অপেক্ষা নেই সঙ্গমের

বিপরীত ঢাল জুড়ে মেলা বসে অবাধ যৌনতার

সঙ্গম শেষে রজনীজল নেমে যায় উৎসবের মতো

এখানে এসো না তুমি প্রিয়,

তোমার শারীরিক কোনারক স্পৃষ্ট হবে না প্রাক্‌-সঙ্গম খেলায়,

এদেশের সমস্ত সুন্দরীরা চলে গেছে লোমশ উর্বর বন্যার টানে,

তুমি এসো না প্রিয় এই বৃষ্টিচ্ছায়ে,

আমার নিজেরই বুক আমাকে ছেড়ে গেছে অবৈধ আত্মার সাথে,

তুমি এসো না প্রিয় এই বৃষ্টিচ্ছায়ে।

No comments:

Post a Comment