লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, October 11, 2020

বিশ্বজিৎ, নবম সংখ্যা

বিশ্বজিৎ-এর কবিতা


বোকা মানুষের গল্প

 

পোশাক ও জীবনের কথা,

ভাবতে ভাবতে

মুহূর্ত তৈরি হয়ে গেল।

মুহূর্ত ভাবতে ভাবতে

ইতিহাস। তুমি

মাথা খারাপ বলতে পার

আমি তোমাকে সর্বনাশ।

সময় ঘুরছেঢেউয়ের ভেতর

অসংখ্য বালি চিকচিক করছে

দূরত্ব বেঁচেযে নীরবতা কিনছ

 

খরচ ও পাওয়ার হিসেব

এখন দিগন্ত ছাড়িয়ে... 

3 comments:

  1. অনবদ্য। অন্য আঙ্গিকে পেলা।

    ReplyDelete
  2. অনবদ্য। অন্য আঙ্গিকে পেলা।

    ReplyDelete
  3. অনবদ্য। অন্য আঙ্গিকে পেলা।

    ReplyDelete