লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, October 26, 2020

ছাব্বির আহমেদ, একাদশ সংখ্যা

ছাব্বির আহমেদ-এর কবিতা

 

চলো একটা সেলফি তুলি

 

                         ...চলো একটা সেলফি তুলি

পেয়ারা গাছে কাঠবেড়ালির লেজে একটা DSLR ঝুলছিল

                 আর তুমি চুলের ফিতেই রং মাখছিলে

একটা কবিতা লিখবো বলে যখন ভাবতে বসেছি, 

তখনই উত্তরের জানালা দিয়ে বক নেমে এলো

কাশফুল তুলতে গিয়ে দেখি বিয়াল্লিশ মাইলের মাঠে

যে চিত্রটা ফুটে উঠেছিল, সেখানে হোমিওপ্যাথির শিশি ভর্তি

যেন ঘরের কার্নিশে চড়ুই পাখি বেসুরে গান ধরেছে


                 চাঁদের আসে পাশে সংযত রাখতে হয়

তবেই অভিসারে যেতে গেলে পায়ের কাটা তুচ্ছ মনে হবে

তরকারি কাটতে গিয়ে কাটারিটাও হারিয়ে ফেলেছি

               তাই মুদিখানায় আজ যেতে হয়নি

            তুমি লন্ডনের রাস্তাটা চেনো?

      পূর্বরাগে আজও আমি যেতে রাজি যদি, 

সেমিকোলন পার করে ফুলস্টপটা তুমি তুলে দিতে পারো।

 

 

সাইবেরিয়ার উঁচু ঘড়িটা

 

বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছি

অনুতাপে পোড়ে না আগ্নেয়গিরির লাভা

              মুখের নীচে চোরা গন্ধ

বাতাসে ভাসে মৃতদেহের ধুপকাঠি

গাঢ় অন্ধকারের মতো বিপদ ধেয়ে আসে

 

তোমার ঠোঁট থেকে 

একে 

একে 

খসে পড়ে নির্লিপ্ত মেঘের ছায়া

পশ্চিমী ঝঞ্ঝা

বজ্রঘাতের চোয়াল ভিজিয়ে দেয়

 

তোমার সিক্তবসন

আমার যৌবনের জানালায় উঁকি মারে

চাঁদের নিচ দিয়ে যে কুয়াশা আসার কথা ছিল

তার আজ নাকি বিবাহবার্ষিকী

 

                 মত্যুকে আমি ভয় পাই না

         নীরবতা আমার সাথে ঘর বেঁধেছে

আর তুমি নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছ নৈঃশব্দের পাহাড়

 

সাইবেরিয়ার সেই উঁচু ঘড়িটায় কান্নার সুর বাজে

আকাশের মাথায় একটি শব্দ

ভাঙা কলসিতে মাটির তৃষ্ণা মেটায়

পৃথিবী থেকে বেরিয়ে আসছে রক্তের নদী

 

চোখ ভিজে যায়

বুকের তলায় শুয়ে থাকে কালশিটে ছায়া

 

 

বেকার জীবন

 

বেকারত্ব আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বেরিয়ে

উঁচু পর্বত তৈরি করেছে

 

ভবিষ্যতের স্বপ্নগুলো পাললিক শিলার ভাঁজ বরাবর

আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে

 

মার্বেলের ভরে ৯০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে সংসারের চাপ

অনুভূমিক তলে চোখের লাভা গলতে শুরু করেছে

 

জলপ্রপাতের গা বেয়ে নামছে উচ্চাকাঙ্ক্ষা

দিনে দিনে বেড়ে উঠছে ডিপ্রেশন

ভঙ্গিল পর্বতের ভাঁজের মতো

 

কপালের খাঁজের মেরুজ্যোতি আজ

আমৃত্যু নিভৃতবাসে গেছে

যেন মার্কার পেন দিয়ে কেউ

বেকার লিখে দিয়েছে তার মাথায়

 

 

চ্যালেঞ্জ

 

প্রতিপক্ষকে সরল অঙ্ক ভেবে

(a+b) হোলস্কয়ার সূত্রের ফিতেয়

গভীরতা মাপতে যাইনি

 

শক্ত প্রতিযোগিতার সরলরেখায়

              মৃত্যুবান মেরেছি

কৌণিক বিন্দুর বিপরীতে দাঁড়িয়েছিলাম

         নাক বরাবর তীর ছুঁয়ে গেছে

 

দক্ষতার রশ্মিগুচ্ছ দিয়ে সমতলের উপর

                 চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছি

 

 

ছোবল

 

আগুনের ছোবলে ঘুমিয়ে আছে শীতকাল

                   গায়ের রঙ ফ্যাকাশে

বিবর্ণ মুখে ভাষণ দিতে গিয়ে

       দুলাইন পূবদিকে ঘুরিয়ে দিয়েছি

      সূর্যের তাপ যত হালকা হয়েছে

গাছের ছায়ার বর্ধিতাংশ জেগে উঠেছে

কম্পাসে কেটে নিয়ে

বক্রতলে দুটি বিন্দু এঁকেছি

No comments:

Post a Comment