সুপ্তোত্থিতা সাথী-র কবিতা
টাচ উড
বুকের উপর ঝিম ধরানো তিল, ধুকধুকিতে নজরকাঠি-চোখ
ভীড়ের মাঝে অসাবধানী দিল, আসতে-যেতে একটু দেখা হোক!
চোখের উপর ঝাউপাতাদের ভীড়, ঠোঁটের কোণে বিপজ্জনক হাসি
ভ্রুকুটিতে ধরাও বুকে চিড়, কারণ ছাড়াই তোমায় ভালোবাসি।
নাস্তানাবুদ স্লিপিং পিলের রাত, হা-হুতাশেই জীবন চাতক হয়
পিঞ্জরাতে মনপাখী চিৎপাত, সোনার-কাঠি-হাত ছোঁয়ালেই জয়।
ঝালর ওড়া মেঘের মতন চুল, জাফরানি ঠোঁট ভাঙছে যুক্তি-বোধ
দূরত্বতে হার্ট-রিডিং-এও ভুল, মনপুরীতে কার্ফু, অবরোধ।
সন্ধে বাড়ায় ডিপ্রেশনের রোগ, ভীড়ের ভেতর একলা একা পথ
বুক পকেটে নোনতাজলের ভোগ, পায়ের পাতায় টলমলানো শ্লথ।
ঝিল পাড়াতে ঝিঁঝিঁদের ফিসফাস, হাঁটুর ভাঁজে নিশ্চুপ ক্রন্দন
এমন সময় কাঁধ জুড়ে নিশ্বাস, বুকের মধ্যে ঢিপঢিপ স্পন্দন।
পেছন ফিরেই ফের হতাশার ছোপ, দেখতে যেন চাইছিল মন কাকে!
জীবন এখন দাবার নিথর খোপ, ভালোবাসাও নিখোঁজ কোনো বাঁকে।
কিই বা করার; যা গেছে তা
গেছে, হোঁচট খাওয়া এক্কা-দোক্কা চাল
ভাঙা মাস্তুল আটকে ছিল প্যাঁচে, বাঁধতে হবে যত্নে ছেঁড়া পাল।
আগের মতোই সেই চেনা বাসস্টপ, অধির চোখে খুঁজছে ফেরার বাস
পাশের সিটে গা ঘেষা লালটপ, বুকের মধ্যে ড্রাম পেটানো ত্রাস।
নামার স্টপেজ আর কয়েকটা পর... জানলা'পারে তারাদের
ঝিকমিক
কাঁধের'পরে ঝুঁকলো
মাথা, ক্লান্তিতে জর্জর, প্যাসেঞ্জারি ঠোঁট করে ফিকফিক।
বাসের ভাড়া মিটিয়ে দিলো দু'টোর, নামার আগে
ম্যাডাম! সাইড প্লিজ!
পরের দিনই বাসস্টপ শুনশান, ছাতার উপর জমছে তখন বর্ষার মজলিস।
বাসস্টপেজে নামল তেড়ে বৃষ্টি তখন, ছাঁট ভিজে যায়, বাসের আশায়
মন-কাড়ানী সেই মেয়েটা আসলো কখন! "অমন করে চুপ
থাকে কেউ ভালোবাসায়!"
বৃষ্টি ছাঁটে একটা ছাতায় ভিজছে দু'জন, ঝিম ধরানো নজর এখন
চার চোখেতে
জলের ফোঁটায় জুড়ছে তখন মাইল, যোজন, ঠোঁটের উপর অল্প
কাঁপন উঠল মেতে।
ভরল শহর দোলনচাঁপার সুগন্ধেতে, আবেগ মেখে বুকও কাঁপে থরোথরো
অস্থিরতাও স্থির হয়ে যায় এ'সন্ধেতে, দু'জন এখন একটা ছাতায় জড়োসড়ো।
No comments:
Post a Comment