লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, October 11, 2020

সায়ন্তনী হোড়, নবম সংখ্যা

সায়ন্তনী হোড়-এর কবিতা

 

সম্পর্কের ঋতুকথা

 

       

 

ব্যস্ততা পেরিয়ে সন্ধ্যা মিলিয়ে যাচ্ছে

জোনাকিদের আঁতুড়ঘরে

অথচ রোদ্দুর খুঁড়লে এখনও সম্পর্কের

মাইথোলজি পাওয়া যায়

 

        

 

সিঁড়ির পাশে লেপ্টে আছে আলোকরশ্মির ক্ষত

দূরত্বের অক্ষরেখা দৃঢ় হচ্ছে

ক্র

 শীর্ণ গাছেদের কথোপকথনে

ফুলের আত্মকথা ধ্বনিত হচ্ছে বারবার

 

             

আবেগ উড়িয়ে দিয়ে কথারা হেঁটে চলেছে মরুভূমির পথে

রাস্তার সেলাই খুলে খুলে আসছে

বি

তি

দিশাহীন কাঁকরের জন্ম হচ্ছে প্রতিনিয়ত

 

          

চিঠির ঠিকানা বদলে যাওয়ার আগে

অভিমানের জ্বরে আক্রান্ত শরীর

ম্মো

ধোঁয়া ওঠা আকাশের নীচে

তখন বিভক্ত হচ্ছে নগ্নতার অভিধান

 

        

মীন ও মিথুনের বৈপরীত্যে জ্বলে ওঠে সংসার

পোড়া পোড়া পালকের মতো

নামহীন সম্পর্কের অস্তিত্ব ভেসে আসছে

 

খোলা ছাদের কার্নিশ ঋণী হতে থাকে

সিগারেটের ধসূরতার কাছে...

 

                                    

No comments:

Post a Comment