শ্যামাশ্রী মুখার্জী-এর কবিতা
বিলাপ
ক্যাথিড্রাল প্রাচীর ভেঙে সন্ধ্যা নামে
নিশ্চুপ মন খারাপ ঠেস দেয় ওম
মন্দাক্রান্তা স্রোতে সঙ্গীহীন রাত
ডুকরে ডুকরে ফেরে রোহিণীজাতক
নেশাতুর মোহিনী-বৈভব
ফল্গু
তোমাকে বলা হয়নি
প্রতিরাতে...
দূরভাষ মাপা তোমার এই বিচ্ছেদ বিলাপ
কতটা রক্তাক্ত করে আমাকে
আউল-বাউল আমি
ম্যামোগ্রাম করি রক্ত-মাংস-মজ্জা
কনসোল ফিউনের নিয়নবাতি
ফিরে যাই পাঁচ-পাঁচ বছর আগের
রাতচোরা ডানার খোঁজে
বোধের আঁচলা বেয়ে চুঁইয়ে-চুঁইয়ে পড়ে
বেআব্রু ক্ষত
দহনে দহনে যা চির-আবহমান
তীব্র ফল্গুধারা
ইমনমেঘ
খোলা রেওয়াজের মতো অপেক্ষারা জমা হয়
অহর্নিশ হেমন্ত জুড়ে ইমনমেঘ
দক্ষিণী বারান্দা ডাকে
অপ্রত্যাশিত কাটা-কুটি
অভিমান দাগ ছুঁয়ে ফেরে অলিপথ
পথ খুঁজেছে পথের ক্রান্তরেখা
রুদ্রাক্ষ আহেল বীজমন্ত্র সেতু তার
তরঙ্গ প্রবাহে পারাপার মহাকাল
ভালো লেখা
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDeleteখুব সুন্দর লেখা
ReplyDeleteপড়ে ভালো লাগলো।ভালো লেখা।"ফল্গু "কবিতাটি বেশী ভালো লাগলো।শুভেচ্ছা আন্তরিক।
ReplyDeleteদূরভাষ মাপা তোমার এই অক্ষর বিলাপ ছুঁয়ে গেল। খুব ভালো লিখছো।
ReplyDeleteঅনবদ্য লেখনী ❤️
ReplyDeleteসুন্দর, গভীর কবিতা । অভিনন্দন জানাই।
ReplyDeleteহৃদয় স্পর্শ করেছে।বহুদিন পর আপনার লেখা পড়ার সুযোগ পেলাম।
ReplyDelete