আমিনুল ইসলাম-এর দুটি কবিতা
প্রেম সম্পর্কিত বিজ্ঞাপন
দুই পা পিছিয়ে গেলে
তিন পা এগিয়ে আসে
যাওয়া + আসা = পর্দার আড়ালে
বিক্ষিপ্ত দর্শন
জড় বস্তুর ভিতরে স্পন্দন
এখানে তুমি নতুন
অন্যদিকে পোড়া ইঁট
আলোর বিপরীত
স্ফটিক প্রেমের কাপে মন
সাদা বরফের কণা
আগুন ও প্রেম
কাচের মনে দাগ লেগেছে
চাঁদের গায়ে মায়া~
অন্ধকারে হারিয়ে নিজেই
খুজছি শুধু ছায়া ~
গভীর বনাঞ্চল ~ ছায়াঘন
আলো মেখে জোনাকিরা মাতোয়ারা
বিষণ্ণ কাচের ঘরে
পারদের প্রেমে সেজেছে আয়না
সময়ের অন্তরাল~ জানি এ অভিনয়
অসংখ্য চোখের আলপিনে ফুটছে গোলাপ
নদীর বুকে ভাসছে প্রেম, ডুবছে দেবীর কায়া
No comments:
Post a Comment