লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Thursday, February 17, 2022

দেবাশিস

দেবাশিস-এর কবিতা


তোমার মনে মেঘ, আমার চোখে জল

 

কি হবে এই উল্লসিত উদযাপনে!

যদি তুমিই পাশে না থাকলে!

 

বুকের মাঝে মুখ গুজে হৃদয়ের শব্দ শুনো।

হাতে হাত চেপে ভালোবাসা মেপে নিয়ো।

দেখবে, তোমার মনে মেঘ, আমার চোখে জল।

দেখো, তোমার তুলসী তলায় বাতি, নিশ্চিত জ্বলছি আমি।

জানি, তখনই বৃষ্টি হয়ে পড়বে তুমি।

 

প্রতি পলে যদি তোমার নাম লেখা হয়ে যায়

তাহলে এই দিনের কি নেহাত প্রয়োজন হয়?

তোমার নামে আজও ভিড় ভেঙে ট্রাম চলে আনমনে।

তোমার নামে আজও সমুদ্রে মন কেমনের ঢেউ ওঠে।

তোমার নামে আজও মনে মনে সাতপাকে বাঁধা আছি।

তোমার নামে আজও প্রতিদিন  নতুন সূর্য ওঠে।

 

চোখ মেলে দেখো সেখানেই লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের 'গোলাপ' যেন।

No comments:

Post a Comment