লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Thursday, February 17, 2022

পিয়ালী বসু

পিয়ালী বসু’র সিরিজ কবিতা

 

বিপন্নতা কে যেভাবে দেখি

 

( ১ )

জীবনটাকে ইচ্ছাকৃত বিঁধিয়ে দিই আজকাল আলপিনের ডগায়।

ক্রমশ অভ‍্যস্ত্ হয়ে ওঠা আবহাওয়ায়

অহর্ণিশ ডেকে যায় ছায়া অস্থিরতা।

 

( ২ )

সময় ঘুরে দাঁড়ায়।

চেনা উপসংহারের দিকে ধাক্কা খেয়েও

ক্লোজফ্রেমে ধরা দেয় ফেলে আসা মায়া শব্দ

নিমগ্ন নির্জনতার মাঝে স্পষ্ট হয় আলোক দ্যুতি।

 

( ৩ )

হাওয়ার দাপটে

ভাবনার সাথে রঙ মিশিয়ে নেবার পরও

নীল আকাশটা বাতিল শব্দগুলিকে প্রশ্রয় দেয়

মুঠোর ভিতর ছটফট করে বসন্তগন্ধ।

 

( ৪ )

সাদা স্তব্ধতা, চুমু সমেত ঠোঁটছাপ রাখে

ফারেনহাইটে বাড়তে থাকা জ্বরের মাঝেও

আমি আলো নির্মাণের কথা ভেবে চলি।

 

অথচ, ক্রিসেনথিমামের মতো ছিমছাম ছিল আমাদের শৈশব। যৌবনে আমি বুঝে গিয়েছিলাম, প্রেম কুড়িয়ে আনা, আসলে নারীর কাজ। তাই বারবার শেষ হয়েছিল সব পণ্ডশ্রম। অনন্ত আঁধার গ্রাস করেছিল সমগ্রতা।

 

পালটে ফেলি নিজেকে

অপেক্ষার অনিঃশেষ পাতাঝরা ফ্রেম পেরিয়ে আলিঙ্গন করি মৃত্যু ও বিভঙ্গের রাত

এক হই বিপন্নতার সাথে আধভাঙা অন্ধকারে।

1 comment:

  1. খুব ভালো লাগলো....
    অপূর্ব...

    ReplyDelete