অন্তর চক্রবর্তীর দুটি কবিতা
ভোর
--------
গলিঘুঁজি
ভেঙেচুরে
অবাধ
শহর
স্থাণু
হল মধুমাসে...
বারবার
ভুলি
সড়ক?
না
ক্যানভাসে,
থমকেছে
ভোর?
সুরেলা
পরাগশ্বাসে
ফোটে
ওই
জাদু-তুলি
তোর
কাজের
মিছিল ভেঙে
ছুটে
আসে
রাঙা-রাঙা
রবিবারগুলি
সাধ
-------
পাখিহারা,
জন্তুহীন
বনে
বনে
নীরব
কুঠার
কেঁদে
ওঠে,
ঘুরে
মরে
জোছনা-মাতাল...
শিসের
আড়াল
ঠোঁটে
প্রায়ান্ধ
এক হরবোলা
খুইয়েছে
চাঁদ, তবু
সাধটুকু
তার
অশ্রুজল
সেঁচে
আজ
তোমায়
এণাক্ষী করে তোলা
No comments:
Post a Comment