অয়ন ঘোষে’র কবিতা
বিষণ্ণতার ভাষ্য
ঘুমের ভিতর আঙ্গুল ছোঁয়াতেই বেজে ওঠে
ভোরের বিসমিল্লা...
নোঙরে চোখ রেখে বানভাসি ঢেউ বড্ড অভিমানী।
ভিতর ঘরের পাখি ডানা সাজায়
নিজস্ব আকাশের মাপে,
সেই ডানার নীচে মধুকল্প জীবন
কেবলই পাক খায় নিজেরই চারদিকে
গোপন অন্বেষণ, সাদা কালো প্রেম।
শীর্ষ-বিন্দু ছোঁয়ার আগেই ভাঙল
বাতাসের দেওয়াল, বিপন্ন কাঁচের স্বর্গ।
সে ছিল প্রিয় অসুখের শৃঙ্গার, তারই করতলে
এক মুখর শুন্যতা কাছে জমা রইল
এই পৃথিবীর বিষণ্ণতম ভাষ্য,
প্রেম।
No comments:
Post a Comment