পলাশ দাস-এর কবিতা
প্রাক্কথন :
আমাদের জীবনের অভিমুখ নানান বাঁকে এসে বদলায়। এই
বদলকে সঙ্গী করে ভাবজগত থেকে আমরা বস্তুজগতের দিকে ধাবমান। ভালোবাসা নানান রকমের।
কিন্তু যে ভালোবাসাকে আমরা সচরাচর প্রত্যক্ষ করে থাকি সেই ভালোবাসায় একটা গোলাপ
দেওয়ার পরম্পরায় বোধহয় আমরা তেমন খুশি হতে পারি না। আজকের ভালোবাসায় দেখনদারি বেশি, তাই প্রয়োজন পড়ে তাকে খুঁজে নেওয়ার। এই লেখাগুলো যদি
ভালোবাসার বলেন তো ভালোবাসার, আর মন্দবাসার বললে
তাও ঠিক। যেভাবে ভালোবাসা আমার কাছে ধরা দিয়েছে তাতে মনে হয়েছে তার প্রকাশ ও
অনুভবের রীতি অনেকটাই বদল ঘটেছে। যখন এই বদল অনুভব করলাম, তখন মনে হল ভাষার বদল হলে ক্ষতি কী? তাই এই প্রয়াস। জানি না ঠিক কী হল! লেখাগুলির কোনো নাম দিলাম
না। সত্যি আজ ভালোবাসা কোনো নামে চেনা যায়?
১.
পড়ে আছে বাসন কাঙাল
সিঁড়ি ঘরদোর জানলা দরজা ছাদ
একচিলতে উঠোন
কোণ জুড়ে মরচে রঙের মাঠ
দেওয়ালে মেখে শ্যাওলা মেঘের আঁচ
একরত্তি দড়ি গায়ে বড়ির মতো কুয়াশা
ফেরিওয়ালার থেকে থেকে হাঁক
হাওয়ারা শন শন
শুকিয়ে যাচ্ছে স্নান সেরে আসা লক্ষ্মী পায়ের ছাপ
২.
ফ্রিজ আলমারির শীতে বসে আছে জিওল মাছ
মাথা তোলে থেকে থেকে
ঘাড় নাড়ে
দূরবীক্ষণ যন্ত্রের ডাকে সাড়া দিয়ে
বাকিটা ইতস্তত
কখনও কখনও বোকা বাক্সের মতো
কিছু হাতড়াতে এসে দেখি
কাছেই পড়ে রয়েছে রিমোট
তরঙ্গের পর তরঙ্গ ঠেলে চলে যাই
পাশ্চাত্যের দেশ
তুলির নরম পথ ত্রিশঙ্কু পাহাড়চুড়া
No comments:
Post a Comment