শীলা বিশ্বাস-এর সিরিজ কবিতা
গহীন লতাবিতান
১.
মৃদু করতালে সকাল বেজে গেল
নিরুপম
সমর্পণের ভঙ্গিমায় হেঁটে যাচ্ছি
অতীতের দিকে
রস ও রূপের দিকে গলে পড়ছি নাথ
যজ্ঞ দৃশ্যের আগুন ঝরছে পথের
ধুলায়
জল হব তৃষ্ণার, অবহেলার কাক
ভিক্ষাপাত্রের তণ্ডুল হব, ঘোর ক্ষুৎকাতর
দেওয়ালে দরজা ফুটে উঠুক
চৈতন্যভুক
এইতো মানচিত্রের গহীন লতাবিতান
ঈশ্বরের খাস তালুক
২.
জানি এ শ্রীখোল সময়, সমাগত উৎসব
তৃণাদপি সুনীচেন যে আমি খুঁজে
নিই তোমার আকাশ
তসবীতে মিষ্টিসিজম খুঁজি না, কন্ঠীতে কোনো ব্যাকুল নেই
ভিতরের পীড় পরাই জানে, জানে হরি ওঁ তৎ সৎ
একবার হৃৎকমলে ঘুঙুর বাজিয়ে দে
দেগে দে একটা জোছনার কলরব
পান করি, স্নান করি চৈতন্যের দুধ সরোবর,
ওগো অক্ষরের আশাবরী
ঈশ্বরের বাহানায় তোমাকেই জানি
৩.
বিন্দুবৎ রেখেছি চোখে
গর্ভগৃহে প্রতিষ্ঠা করেছি তোমার
বিগ্রহ
ধ্যানযোগে আলোর চলাচল জেনেছি
ছলাৎ লেগে বাতি নিভে গেছে
সলতে পোড়া গন্ধ
জানি না ফুরিয়ে আসা আয়ু কার নাম
লেখে
তুমিও গোপনে করতল দেখালে
মোনাজাতে ভারী হয়ে আসে
শীত সন্ধ্যার গান
No comments:
Post a Comment