লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Thursday, February 17, 2022

দেবশ্রী দে

দেবশ্রী দে’র কবিতা

বিভাব কবিতা

তোমার কাছে

 

প্রেমের গল্প শোনা জরুরি

 

হাত ধরে পার হয়ে গেছি

যেসব রাত থেকে দিন

অথবা দিন থেকে রাতের প্রহর

 

তাদের ফিসফিসে শুনি

খামখেয়ালের স্বপ্ন

 

সেইসব ভুলভ্রান্তির কাছে

তোমার প্রেমের গল্প শোনা জরুরি

No comments:

Post a Comment