রুবি রায়ে’র কবিতা
ছায়ারোদের পথিক
চোখের কোণ থেকে যে মসৃণ অমাবস্যা চলেছে―
তার ইশারায় ইন্টিমেট হতে পারি
তোমার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের সাথে
অষ্টাবিংশ ময়ূরী নেচে যাচ্ছে ঐ
বলিষ্ঠ খোলা পিঠ দিয়ে
কামোক্ত ঘাম পলকা ডটের
সভা বসিয়েছে আদুরে কপাল জুড়ে
তিরতির বেগে যাযাবর চুমু সত্যন্বেষী
হয়ে ঝুলে আছে রোমান্টিক নগ্ন নাভিতে
আহা! মাদল নৃত্যনাট্যে দুলছে আমার পৃথিবী, সমস্ত গ্রহণ।
No comments:
Post a Comment