অর্ঘ্য দীপ ঘোষ-এর কবিতা
আলো
যে প্রেম হল না, তার চেয়ে বড় মায়া
আর
কিছু নেই—
এমনই
এক অন্তর্লীন বোধ
আমাকে
ক্রমশ সহজ করে দ্যায়
শেষবারের
মতো, আমি দেখতে শিখি আলো।
ক্রন্দসী
পেরিয়ে যাচ্ছে দৃষ্টিপথ
অন্য
অন্য মেয়েরা আজও
ভালোবাসছে
অন্য
অন্য ছেলেদের
প্রার্থনা
করি,
এই
দৃশ্য যেন স্থায়ী হয়
আরও কিছুক্ষণ...
No comments:
Post a Comment