শুভ্রনীল চক্রবর্তী’র কবিতা
মহব্বত জিন্দাবাদ
ছেয়ে গেছে ধ্বজা কুয়াশা―
চারদিকে কালো ধর্মের কোলাহল
অর্থের ওজনে পদপিষ্ট ক্ষুধার্ত শিশু
জাতপাত রাজনীতির দাবানল ছেড়ে
মহব্বত জিন্দাবাদ
মেঘের সাথে দুঃখের মিলন
সাহিত্যের প্রেমে কারাগার বনবাস
অস্ত্রের ভিড়ে হোক শুধু ভাষার প্রতিবাদ―
মহব্বত জিন্দাবাদ
শ্লীল অশ্লীল স্মৃতিমেদুর―
যৌনসুধায় অন্তর্বাস
শ্রেণী সমাজের কবরে ফুটছে মানব বন্ধন
মহব্বত জিন্দাবাদ
গোলাবারুদের মাঝে হাত থাক শক্ত
মন্দির মসজিদ ভাই ভাই
নিকার আসনে ব্রাহ্মণ শুদ্র―
মহব্বত জিন্দাবাদ ।।
No comments:
Post a Comment