লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, July 19, 2020

প্রসূন কুমার মণ্ডল

প্রসূন কুমার মণ্ডলে’র কবিতা 

কৃষক 

 

ছেড়ে যাওয়া বাড়ির শোক নিয়ে 

নিজেকে জাগিয়ে রাখি গোটা রাত্রি 

 

তারপর, তোমার কিশোরী মুখের মতো ক্ষণস্থায়ী ভোর

যেন বৃক্ষের প্রথম ফল

আমি হাঁফছেড়ে হেসে উঠি, কৃষকের মতো। 

 

  খাণ্ডবপ্রস্থ

 

আর যতটুকু বাকি বখে যেতে, যতটুকু বাকি সর্বনাশ 

যেটুকু পথ সে তো তোমারই ছদ্মবেশ 

 

জেনেও, নিজের সাথেই করি পক্ষপাত

ফিরিয়ে দিই সমস্ত সমর্থের আহ্বান 

 

শুনে রাখো, বিষাদ 

 তোমাকে আলাদা করে রাখলেই

                   এ শরীর খাণ্ডবপ্রস্থ।  

 

 

  সময় 

 

যাওয়া ও আসার মাঝে যে সাঁকো

সেখানে দাঁড়িয়ে থাকেন প্রিয় অঙ্কের মাস্টারমশাই 

 

চলে যাওয়া যতটা সহজ 

         তার থেকে বেশি কঠিন ফিরে আসা

 

তবুও, তোয়াক্কা না করে চলে যায় যে অবাধ্য ছাত্র 

তার নাম সময়। 

 


1 comment: