লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, July 26, 2020

বিশ্বজিৎ

বিশ্বজিৎ-এর কবিতা
বর্তমান সময় রাজনীতির মায়াজালে আবদ্ধ। সুখ, দু:খ, জীবন, যন্ত্রণা সবকিছুর ভরকেন্দ্র এখন রাজনীতি। কখনও সব বুঝেও আমাদের কোনো কোনো ক্ষেত্রে নীরবতাই কাম্য হয়ে ওঠে। কখনও উলটো পথে আমরা প্রতিবাদ গড়ে তুলি, জীবনের ভারসাম্য বজায় রাখতে। হয়তো এটাই বাস্তব। ভুল, ঠিক এরও ঊর্দ্ধে। হয়তো শেষমেষ আমাদের দ্বারা কিছুই হয়ে ওঠে না, কারণ আমি, আমরাও হয়তো এখনও কিছুই বুঝতে পারিনি সময়ের সাথে।

রাজনীতি, রাজনীতি

সবাই রাজনীতি করে
সবাই রাজনীতি করে না। 
যুদ্ধ হয়...
আদৌ কিছুই হয় না

ভেতরে ভেতরে
একটা তোলপাড় চলে। 
একটা গোপন খেলা
যা ধুঁয়ে তুমি প্রতিদিন জল খাও,
হাত-পা নাড়, প্রতিবাদ কর

তবুও
কিছুই বুঝে উঠতে পারলে না...

No comments:

Post a Comment