তিতাস বন্দ্যোপাধ্যায়ে'র কবিতা
সামুদ্রিক
তুমি এখন যুবতীর গলায়
শঙ্খের অমূল্য মালা!
সঙ্গমকালে নড়েচড়ে ওঠার অপেক্ষায়
থাকো।
তোমার দু'হাতে আশ্চর্য বিচ্ছেদ খেলা করে!
যে বিচ্ছেদের লোভেই,
সমুদ্রে নেমে গিয়েছিলে একদিন!
নিষিদ্ধ পানের পর
ঘর তো কালির দোয়াত।
সে দোয়াতে ডুবে যায় জীবন কলম।
উঠে দাঁড়ানোর ক্ষমতা সুগন্ধে ভেসে
থাকে,
তাকে ঘিরে সুরার কারুকাজ...
কালির দোয়াত হল ঘর!
যে ঘরের মাটি শুঁকে
বেদে বলেছিল-
'বাস্তুসাপ আছে বাবু,
এই শেকড় রেখে দিন পশ্চিম দিকে...'
যাচনা
হে বৃক্ষ,
খানিক দুঃখ ভাগ করে নিতে চাই বলে
এই দেখো, ফেলেছি কুঠার!
কোটর দাও,
দাও পাখি...
সন্তান দাও
কিংবা
শ্যামল অভিশাপ...
সন্তান ঘুমানো পাড়ায়
অভিশাপ বয়ে নিয়ে যেতে দাও...
বৃক্ষ,
দুঃখ দাও,
দাও ছায়া...
আমার
চাওয়ার ভেতর
পুঁতে দাও আরও একটি চাওয়া।
তিনটিই সুন্দর তিতাস। তোমার স্বকীয়তাই তোমার কবিতার আকর্ষণ। ❤️❤️❤️
ReplyDelete