লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Tuesday, July 14, 2020

অর্ঘ্য কমল পাত্র



অর্ঘ্য কমল পাত্র'র কবিতা

কয়েকটি পলক

১.

হেমন্ত এসে বসেছে চেয়ারে

নারকেলতলায়

ছেঁড়া ছেঁড়া বৃষ্টি হয়ে গেছে... 

 

২.

একটি পাতা খসে গেল এপাড়ায়

 

রাতে বৃষ্টি হতে পারে...

 

৩.

কাকে বলে তঞ্চকতাআমি ভাবি

আর একটা টিকটিকি ডেকে ওঠে...

 

৪.

ল্যাংটো গাছগুলো কিছু বলতে চাইছে।

তুমি তো সভ্য মানুষ। 

বাড়ি থেকে বেরিয়ো না...

 

৫.

চিলেকোঠার বিছানায় 

হেঁটে বেড়ায় আকাশ-কালো যম।

সারারাত জুড়ে মনমোহিনী সর্পাঘাত... 

 

৬.

মাথা উঁচু করো।

ভেঙে যাওয়ার আগে চিনে নাও

অবলা হত্যাকারীকে

 

৭.

তুমি কি বাঁচিয়েছো কোনো প্রাণ?

হে পথিকৃৎ 

তুমি কি মেরে ফেলেছো

একটা শান্তির সম্ভাবনা?

 



2 comments: