চঞ্চল নায়েকে'র কবিতা
কবি ভারভারা রাও একটি বিদ্যুৎ স্ফুলিঙ্গের
নাম। মানবিক, সামাজিক এ হেন সমাজের সবচেয়ে বড় বন্ধুকে যে শাসক বন্দি করতে পারে সেই
ভীত সন্ত্রস্ত সরকারকে ধিক...
কবি এবং ব্যর্থ শিকল
তুমি রাজপথে যেই নেমে এলে
হৈচৈ বেধে গেল,
তুমি মানুষের পাশে যেই এসে দাঁড়ালে
টলমল
করে উঠল রাজ সিংহাসন...
যে আঙুলের স্পর্শে প্রতিবাদের জন্ম দিতে চাইলে
সেই
হাতেই ওরা শিকল পরিয়ে দিল!
এভাবে কবিকে বন্দি বানানো যায় না
বরং বারুদের ভেতর বিস্ফোরণের আত্মা
সহস্রগুণ বেড়ে যায়...
কবিতা বদ্ধ থাকেনি পৃথিবীর কোনও কারাগারে
শাসক
বড়ই অবুঝ, ভীষণ ভীতু--
আসলে শাসক মাত্রই এক অদ্ভুত জন্ম
চোখগুলো লাল যার গভীরে বাস করে হিংস্র পশু
কবির জন্য খাঁচা কেন? সে তো বিহঙ্গ
তাঁর জন্য মুক্ত আকাশ---
তারা চিরকাল উড়তে ভালবাসে...
No comments:
Post a Comment