লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, July 26, 2020

সংযুক্তা পাল

সংযুক্তা পালের কবিতা

সাম্প্রতিক আমেরিকায় ঘটে যাওয়া জর্জ ফ্লয়েড এর মৃত্যু! মৃত্যুর ধরণ যে স্নায়বিক চাপ সৃষ্টি করে এবং স্বভাবতই কোনো ঘটনা মস্তিষ্কের শিকড়ে টান মারতে বাধ্য করে।
ইতিহাস ঘাঁটার বদ-অভ্যেস মাথাচারা দিয়ে ওঠে, সেরকমই এক ইতিহাস ক্ষত আরও বাড়িয়ে তোলে যেখানে ১৯৩০ এর ৭ই অগাষ্ট ইন্ডিয়ানাতে দুজনকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয় গাছ থেকে-ঐ দুই ব্যক্তি হলেন টমাস শিপ এবং এব্রাম স্মিথ।কালো মানুষের ওপর অত্যাচার ও হত্যার প্রতিবাদে রচিত হয় 'স্ট্রেঞ্জ ফ্রুট', 'বিটার ফ্রুট' এর মতো বহু গান ও কবিতা।
 সমসাময়িক জর্জ ফ্লয়েড এর 'I can't breathe' উচ্চারণ প্রবলভাবে বাধ্য করে লিখতে এবং ভাবতে সৃষ্টির আদিমতম দিনে পৃথিবীতে মানুষ বলতে ঠিক কী বোঝাতো?

'রং' এর নীচে...

কি আশ্চর্য!
 ঝুলন্ত মানুষের পায়ের নীচে
আঠার মতো রক্ত শুঁকে যায়
                      মনুষ্যেতর...

মানুষ ছবি তোলে।
কালো চুলে ঢাকা মাথার নীচে
সাদা ফেভিকল ঘিলু চাই

রক্তের রং হঠাৎ বদলে সাদা হলে
আরও ভালো তাই

গাঢ় লাল অন্ধকারে বড় বেশি
                     কালো মনে হয়।

বুলেটে নাভির ক্ষত
স্টেনগান এ চোখ

জ্ঞানবৃক্ষ কিভাবে যেন হাঁটুর নীচে বন্দি করে
                     নিশ্বাসের শোক;

কঠিন ভীষণ হৃদয় মেরামত...

পচা-গলা শষ্যের নীচে আদিম মানুষের আখ্যান ফসিলে হাত দিলে, সৃষ্টির কূপে নিজেদের
                      ব্যাঙ মনে হয়।

জানতেই পারিনিজীবন্ত মানুষের... ঝুলন্ত মানুষের রক্ত মৃত্যুর পরেও কি করে
              এত লাল দেখায়!


No comments:

Post a Comment