চিরঞ্জিত
বৈরাগী'র কবিতা
ছিদ্রবিহীন
কাচ
মিটারের
চাকা ঘুরছে না
প্রেমও
থেমে!
কমাগুলো
দাঁড়ি হয়ে উঠছে
এইমাত্র
ফোনের সঙ্গে বোধপরীক্ষণ
চমকে উঠতেই
শিরায় টান
ব্যাথার
ওষুধও পুরোনো
ব্যাকটেরিয়াগুলো
জীবাণু
কোনো কাচেই
ছিদ্র নেই
মৃত সমাজ!
ঠোঁটে রক্ত
স্তনের দাম
ঠিক কত?
কোটিতে
দেহ-সম্পত্তি
ধুমধাম উকিল
ব্যবসা
ময়লা তদন্তে
কি আসে যায়?
No comments:
Post a Comment