ভজন দত্তের
কবিতা
জ্বর
কেউ মাপে!
তাপ কিংবা জ্বর!
কেউ কি জলের
গ্লাস হাতে জিভে দ্যায় প্যারাসিটামল!
কেউ কি দ্যায় রোজ সকালে পাতিলেবু ও গরমজল!
কোয়ারান্টাইনে পথ।
তার বুকে
মুখ রেখে উত্তাপের উত্তর খুঁজতে গেলে
পথ সরে সরে
যায় স্পর্শজ সুখকথা থেকে দূরে।
সরিয়ে রেখেছো যারে সে কি আপন ছিলো না পথে...
তা নেই
উল্কিআঁকা দিনগুলি
একবগ্গা
মুছে ফেলার অদম্য ইচ্ছায়
নুননুন রাতে বুকের ভেতর স্যালো চলে।
সরফিরা হাওয়ার ভেতর যে ইশারা ছিলো
তা কি একরোখা নৌকার পাল বুঝেছিলো!
হালাত খারাপ।
তবুও 'বাইচা' থাকে যুগলমূর্তি।
তা দিতে বসে ওরা। তা হয় না।
পাবলিক উঠে
পড়ে তা নেই তা নেই বলে...
কল
আনলিমিটেড
সুইচ অফ।
বেশ বেশ!
তাকে তোলা
থাক সেলফোন।
এখন আর 'মিসকল মিসকল' খেলে কী লাভ বল?
প্যাকেজ, আনলিমিটেড
কল।
ফ্রিতে পাওয়া পেন্টার অ্যাপে কালোরঙ দিয়ে
মনখারাপের মেঘ আঁকা প্র্যাকটিস দুবেলা।
বৃষ্টি নামাতে পারলে ভিজবি কি তুই?
বল? বল না...
ধন্যবাদ। ❤
ReplyDelete