আফজল আলি’র কবিতা
একটি হত্যার দৃশ্য
যেমনটা ভাবা হয়েছিল
একটি হত্যার দৃশ্য
এবং একটি বিড়ালের চোখ
এটা ছিল সেই স্বপ্ন
কথা বলতে বলতে একজন
সিংহের রূপ ধারণ করল
না, এগুলো কবিতা বলে ভ্রম করো না
দক্ষিণ দিক আচ্ছন্ন
পুরানো বিস্কুট বিক্রেতা এখন
এত পড়াশোনা করে কীভাবে
এত পরাধীন থাকো
জীবন এমনটাই
তোমাকে বেঁধে রাখতে চায়
ধ্বংস করতে চায়
অনেক দিনের বিকেল
ঝুলে আছে কাঁধে
এখন মনকেমন-ই বিশ্বস্ত সৈনিক
ঘনত্বের অস্তিত্ব
পকেটে প্রত্যাঘাত রেখো না
ঘুম প্রচন্ড তাৎক্ষণিক
কে যেন ডাকে হিসেব বরাবর
যুক্তিতে মিশে আছে কিছুটা ফাটল
মনের প্রান্তে মন খুঁজে নেয় ঠিক
এত অসাধারণ তুমি
যেন নিমিত্ত এসে দাঁড়িয়েছে সমতলের উপর
কয়েকটা লাইন এভাবে বেঁকে যাওয়ার পর
শোক হল পরিপূর্ণ
আঁধার রাতে বড়ো বেশি গান গেয়েছিলে
ঘনত্বের অস্তিত্ব প্রমাণ দিয়েছ কি
একটা সাধারণ বাক্যের ভিতর একটা পান্থশালা
একটা ইমারত গড়ে ওঠে মনের উপর
সেই আমি স্বাধীন হয়েছি
তোমরাও পরাধীন থেকো না
খুলে বলো মনের কথা, ভয়ে থেকো না
চশমা চিরন্তন নয়
নীরবতা ভেঙে বাদাম খাচ্ছো
দেখছে পাখিরা নয়, দরজার চোখ
যে তোমাকে মারতে চাইছে
তার হাতেই কোদালের কোপ
ঘনত্ব কমিয়েছে ফ্রিজের জল
না জানি অনুমান এসে নিদ্রা যাচ্ছে
কাচ কাটে নিশাচর ফল
রাত্রি তোমাকে বলে - ঘুরে কি দেখেছো
জখম দিয়েছে যারা
তাদেরও ঘিরেছে তীব্র শোক
শুধু ছিল সময়ের অপেক্ষা
এ কথা জানতেও পারেনি ওরা
সহজ স্বপ্নে অস্তিত্ব কেড়েছে
এমনই স্থাপত্য ছিল বিশ্বাস
চশমা চিরন্তন নয়
জেনো শব্দে জেগে ওঠে তাপ
অসাধারণ অসাধারণ অসাধারণ! বরাবরের সেই শিহরণ !
ReplyDeleteঅসাধারণ অসাধারণ অসাধারণ!বরাবরের মতো সেই শিহরণ
ReplyDelete