সম্পাদকীয়
বাংলা কবিতা এখন ভেসে উঠছে সময় বুকের তলদেশে। ক্ষত নিয়ে এগোচ্ছি আমরা।
সন্দেহ আর অবিশ্বাসের রাঙতায় মোড়া জনপথ শহর মফস্বল গ্রাম... এই অন্ধকারের শেষ
কোথায় আমরা জানি না। জানি না এই কবে শেষ ভোরের মরমী শিশিরের জন্ম কোন ঘুমের দেশে...ভূগোলের
পাতা ছিঁড়ে আমরা এখন বলছি, কবিতার কোনো দেশ নেই...
বিনীত—
ছায়ারোদ
No comments:
Post a Comment