লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, July 26, 2020

পৃথা চট্টোপাধ্যায়

পৃথা চট্টোপাধ্যায়ের কবিতা

 

মনের গভীরে ডুব দিই মাঝে মাঝে। ভালোবাসার অতীতচারিতা- সেখানে আর একা লাগে না। ভেঙে যাওয়া স্বপ্নেরা ভিড় করে আসে জীবনকে দেখতে। অজস্র প্রতিকূলতার মধ্যেও জীবনের একান্ত ভালোলাগাগুলো হারিয়ে যায় না।

 

ক্রমশ কুয়াশার ভিতরে

 

চাঁদের আলোয় আমরা ক্রমশ

    কুয়াশার ভিতরে  বেমালুম ঢুকে যাচ্ছিলাম

তুমি বলেছিলে এই তো সমুদ্র

 এক অবাক সাঁকোর উপর দাঁড়িয়ে

               তুমি গাইছিলে গান

আমি কীভাবে যেন পৌঁছে গেলাম

           ফণীমনসার ঝোপে

কাচে ঢাকা অপূর্ব একটা গ্রিন হাউসের কথা

            তুমি কতবার বলতে

অবাক চোখে দেখতাম

          সেখানে  রং বেরঙের প্রজাপতি উড়ছে...

এখানে গভীর রাতে আমি রক্ত ধোয়ার শব্দ শুনি

একটা অগোছালো বিন্যাস অস্থির করে তোলে

                  আমার সুচারু মন

এইসব দোলাচলে এখনও

ভোর রাতে শিশিরের  টুপটাপ শব্দ শুনি


No comments:

Post a Comment