লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, November 29, 2020

অমিত পাটোয়ারী, ১৩

অমিত পাটোয়ারী’র কবিতা

কৃত্তিস্খলন

 

শো-কেসে একটা বাঘ

মুঠিতে একটা বাঘ

                        ঝাল মিটিয়ে নিস্তেজ

                        রিটেল ছেলের রাগ

রাগের বাবা-মা বুঁদ

আঠায় আঠায় বুঁদ

                        রাগের খোসা পালিয়েছে

                        তাই প্রয়োজন নিজ খুঁদ

কুড়ায় মেয়ের বর

নতুন নতুন বর

                        রিটেল চাইছে অন্য ছেলে

                        ছড়িয়ে পড়ছে ঘর

 

ছড়াচ্ছে ঘর, ছড়াচ্ছে ঘর

ছড়াচ্ছে ঘর, ছড়াচ্ছে

                         এক কোণে শোয়া চারপেয়েটার

                         কাম-ক্রোধ বেড়ে যাচ্ছে

1 comment:

  1. প্রথম দুটো লাইনেই ফিদা

    ReplyDelete