লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, November 29, 2020

অর্পিতা আদক, ১৩

অর্পিতা আদকে’র কবিতা

রোধক

 

শুধু একটা সত্যের ভেজা নিঃশ্বাস,

বুকের বালুতে হাতড়ে খুঁজি।

চোরাবালির দগদগে ক্ষত মলমের মতো গায়ে লেগে থাকে।

আর মরুভূমি ঠায় দাঁড়িয়ে থাকে খাঁ খাঁ রোদে।

কথা বলা নিঃশ্বাসগুলোর মোক্ষম মোচড়ে পেঁচিয়ে যায় বুকের হাপরগুলো।

তবু হাঁটি।

এক পা, দু পা।

সত্যের জীবাশ্মে পা পিছলে যায়,

মেরুদণ্ডে গভীর চিড় ধরে যায়।

মিথ্যার জিহ্বা লকলক করে হামলা চালায়।

আর গলার আল জিভে আটকে থাকে সত্য।

তবু বেঁচে থাকে সত্য শেষ অবলোকনে,

রক্তের অণুতে, জীবাশ্মের মজ্জায়।

হৃদপিন্ডের দেয়ালে আঠার মতো লেপ্টে থাকে মিথ্যে।

রক্তে সর পড়তে থাকে ঠিক যেমন দুধে হয়।

মিথ্যার শিরশিরানি আর উস্কানিতে যেন সারা শরীরে মাদকতা।

বেঁচে থাকি, দম নিই, এগোই।

একদিন দেখি,

নেশাতুর এক ঘুম ঘুম ভোরে জানলার গরাদে আটকে আছে সাদা চাঁদ, চুঁইয়ে পড়ছে সাদা রক্ত।

টেনে ঢুকিয়ে আনি চাঁদটাকে ঘরের সিলিং-এ,

মশারির চালে ছড়িয়ে দিই গুঁড়ো গুঁড়ো করে।

দিনযাপন করি অমোঘ সত্যের টুকরো টুকরো ইশারায়।

আর মিথ্যা হারায় মিথ্যার অবমাননায়।

No comments:

Post a Comment