লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, November 15, 2020

রূপাঞ্জনা ভৌমিক, ১২

রূপাঞ্জনা ভৌমিকের গদ্য

 

ফাইন লাইন

 

দাঁতে দাঁত পিষে নৈঃশব্দ্য যুদ্ধে মত্ত দোটানারা। নিরাশ যুক্তিরা ল্যাবিরিন্থের শিকার। ভাগ্যের রেখা  বাঁকাপথের পথিক। তার উপর টাটকা কয়েকটা পদক্ষেপ। তাদের একধারে দীর্ঘ ভুলভুলাইয়া পদচিহ্নের অমানুষিক শক্তি শরীরের ভিতর ভাঙন-গড়ন চালিয়ে যায়। সেই মুহূর্তে উঁকি মারে আমার প্রতিবিম্ব। অবশ ভাঁজের উপর রঙবেরঙের মুখোশ বসানো। তার ফাঁক দিয়ে আমার চোখ যেন সত্যান্বেষী। উল বোনার মতন গোলকধাঁধা বুনে চলেছে ছলনাময় সমাজ। গীট আলগা উঠে আসে সরল অঙ্ক। দৃষ্টি স্পষ্ট হতেই  নিজেকে খুঁজে পাই এক কাটাকুটি খেলায়। যুক্তি-বুদ্ধি নিয়ন্ত্রণ হারায়। ঘনঘটার আতসকাঁচে দৃশ্যমান আমার গ্রাস হতে থাকা দুর্বলচিত্ত। নজর সরালেই ফের  চেনা চলচ্চিত্র; ভিন্ন মঞ্চে, ভিন্ন মুখে।

        আমি স্থির জলের ঢেউয়ে ধাক্কা খাই, আর মগজ জুড়ে শুধুমাত্র সু-সজ্জিত মঞ্চের মানবিক পুতুল-খেলা।

3 comments:

  1. Besh Mature lekha

    ReplyDelete
  2. 'সু-সজ্জিত মঞ্চের মানবিক পুতুল-খেলা' পড়ে ভালো লাগল।

    ReplyDelete