অয়ন ঘোষ-এর কবিতা
জাতক বন্দনা
রাত খুবলে নিয়েছে চোখ
অস্থি মজ্জায় কেবলই ধুনোর গন্ধ
মনসার গান, শঙ্খ লেগেছে অসীমে।
ঈর্ষা প্রতি ঠোঁটে, শীত বন্দি আগুন
সুখের পরতে পরতে নুনের ছিটে
লাল শালুতে মোড়া বিশ্বাস বুঝি, শেষ ঘুমে।
দু'হাত জড়ো করে প্রণাম চেনা পাথরে
উর্বর প্রেতযোনি, জন্মস্নান বিরুদ্ধ ফসলে।
No comments:
Post a Comment