অর্ঘ্যকমল পাত্র’র কবিতা
তিন-এ নেত্র
প্রাইভেট টিউটর
তুই যে আনোখা দীঘি
জলের কাছে রাখা
অনুভূতির-ই দেনা
আমি তো ‘দাদাই' খুব
ক্ষণে ক্ষণে ছুঁড়ি ঢিল। আর,
তোর
শিহরণ থামছে না
পূর্বরাগ
প্রেম বিয়োগান্তক— সদা ফসলি
কলমি শাকের ক্ষেত
আলের ইন্তেজারে পড়ে পা
সর্বজনের এ বেদনা—
পথিক তুলে নিয়ে যায়... ভরে পেট
বয়ঃসন্ধি
বয়স উদ্ধত ভীষণ।
পুরোনো চটির ফিতে খুলে যায়
বোঝে মুক্তির সুখ
হাভাতে নতুন ফিতে আসে
জানে না সে দুনিয়াদারি—
ওপরওয়ালার পায়েই গুঁজে রাখে মুখ
Baah
ReplyDelete