লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, November 15, 2020

অভিষেক সৎপথী, ১২

অভিষেক সৎপথী’র কবিতা


পরম অসুখ

 

রোদের চাদর ফেলে এসেছে অনেক আগে

                                            শীতের সকাল

    সাপের খোলসের মতো হীনমন্যতায় নয়।

 

তোমার হাতে খড়ি উঠে অথচ ভোর হয় না

                 রোদ এইরকমই স্বভাব সহজাত

 

তোমার অধিবৃত্ত হয়তো ভূগোলকের স্বেদকোরক    কিংবা সন্ধিপদী চলন

                                                  

ভারত মহাসাগরের স্ফীত লবণ রেখা ধরে    

অনায়াস আনাগোনা

 

অনভ্যস্ত ঝাউ বিন্যাস সরিয়ে দেখি

নিষ্কলঙ্ক কাজুবন ঘেঁষে

আমার দুহাতে রোদমাখা পরম অসুখ।

No comments:

Post a Comment