লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, August 16, 2020

অয়ন বন্দ্যোপাধ্যায়

                        জন্মদিনের কবি

        

অয়ন বন্দ্যোপাধ্যায়ের কবিতা


যাপনলিপি-এক


মিয়োনো দুপুর ডানা-ঝাপটানো পায়রার ডাক

বাক্সর পাঁজর খাঁখাঁ--ডাক নেই, কেউ তো ডাকেনি

এ কোন সময়ে আছি, সত্যি-সত্যি আছি নাকি নেই...!

মানুষেমানুষে সংখ্যাতীত হোয়াটস অ্যাপের ফারাক

 

ওরা তাও বাড়ি ঢোকে, ভুলেও ঢোকে না কোনও খাম

আঁকড়ে ধরে বসে-থাকা বাতিল সাবেকি সেই মন

নিথর রোদ্দুর ভেঙে কতকাল আসে না পিওন

ভিতর শার্সি খুলে সারাদিন দাঁড়িয়ে ছিলাম

 

এল না হলুদ-চিঠি, গায়ে ডাক-পাঠানোর-ডাক

কোথায় পায়রা ওড়ে, বাতাস বিষাদে পুড়ে খাক

 

যাপনলিপি- দুই


আকাশের মুখে-আঁটা বাঁকাচোরা মেঘের মুখোশ

আগুনের ফুলকি বুঝি ঝরে যাচ্ছে মেঘলা জীবনে

ক্রমে ভারী হয়ে উঠল বাড়ি-বসে-থাকবার দোষ...

কোনওদিন ভিজে যেত কত অফুরন্ত আকর্ষণে

 

ভেজার ছ্যাঁকায় ওই ত্বকভরা ফোস্কার দাগ

আশরীর ছুঁয়ে ছুঁয়ে আদর করছে জলরেখা

পুরাতন নেশা হয়ে রক্তে মিশে রয়েছে সোহাগ

কাগজের নৌকো করে ভাসিয়েছি কবেকার লেখা

 

কমবয়সের বৃষ্টি আজ কেন বয়সের দোষ...!

অঝোর ধারার তোড়ে যাক ধুয়ে জমা আফসোস...

 

যাপনলিপি- তিন


বন্ধুরা কোথায় থাকে? শব্দসাড়া পাওয়া যায় না আর...

রিক্সা-চাকায় ঘুরপাক খায় না সম্ধেরাতগুলো...

আড্ডা ফুরিয়ে গেছে, নটেগাছ মুড়িয়ে গেছে তার...

রূপকথার মলাটে জমে একপরত ছেলেবেলার ধুলো...

 

উড়ন্ত সন্ধে ছিল, দুরন্ত চা-আড্ডা জমিয়ে

গরম পকোড়ার ভাপে তেতে-ওঠা ফ্রেডরিকনগর...

কেরীসাহেবের দেশে কেউ ঘোরে কুয়াশা জড়িয়ে...

আড্ডাখানা ঝাঁপফেলা, তবুও কে ফিরল না ঘর!...

 

বন্ধুরা কোথায় আছে? কোন দ্বীপে? দেশ না বিদেশ ?

আমি কীরকমভাবে বেঁচে আছি দ্যাখ, নিখিলেশ

2 comments: