লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, August 10, 2020

কান্তা রায়

কান্তা রায়ে'র দীর্ঘ কবিতা

যেমন আছে ছাপো

 

টকটকে বাঁধা মলাট

মেদুর কোমরের তেলরঙের ছবির

কালশিটে আট অক্ষরে ভালোবাসা

লিঙ্গ মন্দিরের অভিসার

বইটি কাটছে অ্যামাজন বাজারে;

হাজার হাজার অনিশ্চিত ভবিষ্যতের

 আদলে তৈরি মনোরম কাগুজে কাজুবাদাম

 

অগুনতি অপ্রস্তুত খামারে

গাভি পেশ ও সিরাম ঘোড়া

দুটোই নিরুপায় জনতার পড়ার টেবিলে

 ঘিলু চটকে হুইস্কি ভরা পেগ

পূর্ণ বিভাজিকা।

 

এক এক করে উইক এন্ড-এর

স্ট্রং অবসর ও খাল বিল

 নদী নালা বাওয়া মাছের দামও

ওরা ভালবাসে ফরমুলা

 জিরো জিরো সেভেন,

প্লে-বয় ম্যাগাজিন

  ও কালো পতাকা মিছিল।

 

কালের যাত্রার ধ্বনি

হিব্রু বাইবেল থেকে ভীরু নান

ও গড ফাদারের আলম্ব বিন্দু,

 বানরের দোল ও নাইট ক্লাবে

কিছু অহঙ্কারী শকুন সচেতনতা;

ঘিরে প্রতিবাদ মৃত্যুর আজানু

লম্বিত ডানা।

 

ঝিঁ ঝিঁ পোকার দমন

ও জোনাকির বাগানে নিমন্ত্রণ

ও নিয়ন্ত্রণ রেখা বরাবর

মৃত্যুর রাত ও দিন,

ভবের লীলার পরিচিতিতে

 কানা মামা পৃথিবীটা থামে না,

কলমে টকটকে বাঁধা মলাট ও

মেদুর কোমরের ছবি বইটি

বেস্ট সেলার, নো এডিটিং,

যেমন আছে ছাপো।

 

ঘোড়ার পিঠে জকি, পায়ে হুভ,

রোমান নাইট দুর্গ দুরূহ আকুতি

হ্যামলেট, ক্লিওপেট্রার অস্থি,

নতুন করে ছাপো। আর আর--

রাত নিরবধি গণতন্ত্র, মগজ

ঘুরিয়ে তাজা থাক বালুকা তটে।


No comments:

Post a Comment