লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, August 30, 2020

সাহিন আক্তার কারিকর

সাহিন আক্তার কারিকরের কবিতা     

      বাতুলতা বনবাস

 

১.

অন্ধকার ভেঙে একদিন মফস্‌সল

ফুটপাত ধরে হেঁটে যাব

মূল্যবোধের মানচিত্রের উপর

হঠকারী চাতরের সবুজ পাতার মতো উপড়ে ফেলে 

হলকর্ষণ জমিতে বারোমাসাশ্চর্য সুখ

২.

তুমি শোষণকারী আবার প্রতিটি রাতে শাসক সাজো

আর কতদিন প্রিয়,

তোমার হাত থেকে বাঁচতে বেছে নিয়েছি বিদ্রোহের পথ

এবার পথেই হবে সংঘাত

 

৩.

তুমি মুক্তির রস খোঁজো যুক্তিতে

আমি তোমাকেই বুঝি

খাঁচাটা গুছিয়ে রাখো রাত হলে

তোতাপাখি হব একদিন

 

৪.

সময় নেই

তারাদের দেখতে পাচ্ছি স্পষ্ট হাসছে

ওরা জেনে গেছে নীরবতার অর্থ

জমে যাওয়া মাটির উপরে আগন্তুক রাখল একটি

লাল গোলাপ

 

৫.

তাড়াতাড়ি আলো হারিয়ে অন্ধকার পেয়েছি

পৈত্রিক সম্পত্তির মতো

উদাসী চুল বাঁশঝাড়ের নৈঃশব্দ্যের মধ্যে

হাত কপালে তুলে নিয়ে নীচু স্বরে

কেউ তো বলছে ভালোবাসি।

No comments:

Post a Comment