সম্পাদকীয়
হোক মহামারি, হোক অসভ্যতামি; চেয়ারের সৌজন্য আমি কি ফেলতে পারি? সমসাময়িক যে বিদ্রুপ আমাদের এগিয়ে দিচ্ছে ঘুণপোঁকার দিকে, তা এক প্রকার প্রত্যক্ষসিদ্ধ বাহুবলী দৃষ্টান্তই! না সমাজ কোন পথে এগোবে তা, আমরা ঠিক করব না। তবে ভবিষ্যতের শোক ও সন্তাপের ভাগিদার হিসেবে এখন থেকেই ঘোর কাটাতে হবে। চোখের কোণে জমা হওয়া বিষাদের বরফকে দিতে হবে আগুনের শুদ্ধতা। কবিতাতে সেই জীবনের কথা হোক মুখোমুখি...
No comments:
Post a Comment