লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Monday, August 10, 2020

শীর্ষা

কয়েকটি কবিতা

শীর্ষা

 

*

তোমার কথা ভাবতে ভাবতে

আমি বেলফুল হয়ে গেছি

পাপড়ির সাদায়

বেদনার

থান!

শান্ত অবিচল।

যেন চৈতন্যের মৃত্যু ঘটেছে

হরিবোলের অপেক্ষা গুনছে বাতাস

 

*

'সাত সমুদ্র তেরো নদী'

বিমুখ কিছু অভ্যাসের নাম।

গেরুয়া লেফাফায়

বন্দী

নির্মোহ!

ঋষির জটায়

জাল বুনছে ঘরোয়া মাকড়সা

ব্যবসা জমে উঠছে দূরত্বের

 

*

ডঙ্কা বাজানোর সঙ্গী জয়যাত্রা,

পঞ্জিকার বিবাহে আনন্দ বাসর

তুমি হাসো

আমি হাসি

অথচ হাসির তরঙ্গদৈর্ঘ্যের তফাৎ

মাপতে পারল না কেউই

 

*

কীভাবে মায়াবনের মৃত্যু হোক

এ নিয়ে বিস্তর মতামত!

গুণীজনের কথাই

আমি

মানি;

অথচ কাজে

ওড়ে গুণীজনের শূন্যতা শুধু।

হরিণীটি ছোটে এদিক ওদিক

 

*

সময়ের হাত-পা আছে জানি,

শক্তিশালীর তূণীর হল সময়

একথাটা শুনেও

একটি

পাখি

উড়ে গিয়েছিল।

গোধূলির কান্না তাকে আজও

হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে


1 comment: