লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com

Sunday, August 16, 2020

সম্পাদকীয়

 সম্পাদকীয়

ছায়ারোদ পঞ্চম সংখ্যায় কবি অভিজিৎ পালচৌধুরী ও অয়ন বন্দ্যোপাধ্যায়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা। কবির কাছে কৃতজ্ঞ আমরা। পূর্বকথা অনুযায়ী আমাদের তরফে তাঁকে শ্রদ্ধা :

 

জন্মদিনে

প্রণত শব্দের নূপুরের জ্যোৎস্নায়

             ভেসে যাচ্ছে এ জীবনের যে

জন্মনাম,

 

তাকে দিয়ো বকুলপুরের আলোয়

একটু

স্মৃতিজলের আলগা স্পর্শ ও মধুময়...

 

অভিজিৎ বা অয়ন যে কোনো ব্যক্তির নাম নয়

এটা নিশ্চিত হতেই, ভালোবাসা দিয়ে

               

            পেরিয়ে গেছে এমনও রঙিলা সময়...


                                              প্রচ্ছদ শিল্পী : প্রতাপ মণ্ডল


No comments:

Post a Comment