লেখা পাঠান আমাদের chayarodpatrika@gmail.com
Showing posts with label সিরিজ কবিতা. Show all posts
Showing posts with label সিরিজ কবিতা. Show all posts

Thursday, February 17, 2022

পিয়ালী বসু

পিয়ালী বসু’র সিরিজ কবিতা

 

বিপন্নতা কে যেভাবে দেখি

 

( ১ )

জীবনটাকে ইচ্ছাকৃত বিঁধিয়ে দিই আজকাল আলপিনের ডগায়।

ক্রমশ অভ‍্যস্ত্ হয়ে ওঠা আবহাওয়ায়

অহর্ণিশ ডেকে যায় ছায়া অস্থিরতা।

 

( ২ )

সময় ঘুরে দাঁড়ায়।

চেনা উপসংহারের দিকে ধাক্কা খেয়েও

ক্লোজফ্রেমে ধরা দেয় ফেলে আসা মায়া শব্দ

নিমগ্ন নির্জনতার মাঝে স্পষ্ট হয় আলোক দ্যুতি।

 

( ৩ )

হাওয়ার দাপটে

ভাবনার সাথে রঙ মিশিয়ে নেবার পরও

নীল আকাশটা বাতিল শব্দগুলিকে প্রশ্রয় দেয়

মুঠোর ভিতর ছটফট করে বসন্তগন্ধ।

 

( ৪ )

সাদা স্তব্ধতা, চুমু সমেত ঠোঁটছাপ রাখে

ফারেনহাইটে বাড়তে থাকা জ্বরের মাঝেও

আমি আলো নির্মাণের কথা ভেবে চলি।

 

অথচ, ক্রিসেনথিমামের মতো ছিমছাম ছিল আমাদের শৈশব। যৌবনে আমি বুঝে গিয়েছিলাম, প্রেম কুড়িয়ে আনা, আসলে নারীর কাজ। তাই বারবার শেষ হয়েছিল সব পণ্ডশ্রম। অনন্ত আঁধার গ্রাস করেছিল সমগ্রতা।

 

পালটে ফেলি নিজেকে

অপেক্ষার অনিঃশেষ পাতাঝরা ফ্রেম পেরিয়ে আলিঙ্গন করি মৃত্যু ও বিভঙ্গের রাত

এক হই বিপন্নতার সাথে আধভাঙা অন্ধকারে।

সমিধ গঙ্গোপাধ্যায়

সমিধ গঙ্গোপাধ্যায়-এর সিরিজ কবিতা

 

কুঞ্জবন

১.

বিষণ্ণ জামায় লিখি অনিরূদ্ধ মাখাসন্দেশ
আহাগন্ধে এ বিহান নধর শান্তিজলে ছাই
রঙিন শেকলে বাঁধা দুষ্টুমি, হরিণী অশেষ

নেহাতই অচেনা হলে, হাল? না, ছাড়ি না
 বরং আরো কিছুটা মাত্রা ছাড়াই

আসলে ছদ্মবেশে সবার কাছ থেকে
তোর নিছকের পালা কেড়ে নিতে চাই...

 

২.

তোমার নবনী মুখ
স্বচ্ছতর ব্যথার প্রমাণ

ফেরার রাস্তায় আরো গভীর
নিরঞ্জন থাকে

এত ঘেঁষাঘেঁষি বাঁচা খানিকটা
অস্বস্তিকর

তবু টের পাবো ব'লে গুছিয়ে নিই
এঁটোকাঁটা, বাসনকোসন

শব্দে বিকেল ধুয়ে যায়...

 

৩.

লালনে ফাল্গুন এসেছেন
হাড়ে কী বিষম ঝাঁপতাল


তোমাকে বোঝাতে গেলে
মনে মেঘ আসে

পাখসাটের গহনে প্রিয়তর
পাঁক জমে ওঠে...

 

৪.

আলজিভে তুমিই পরম

এ ভাষ্যে বিকেল শেষমেশ,
ঝাপসা চশমা বসিয়েছে

পুরোনো স্নেহের মতো খয়েরি
স্মৃতির ঘাসজমি
আর তোরঙ্গে কিছু অনাবিল
কামিনীকাঞ্চন


নাতিদীর্ঘ শিমূলে অকারণ,
সন্ন্যাস শিখে নিয়ে
শুন্যতা ঢেলে দেয়
ছুঁতে না পারার মতো দূরে, বহুদূরে...

করবীর মৃত ইতিহাসে
এভাবে ফুরোয় রঞ্জন।

তন্তুঝড়ের স্মৃতি থেকে


বসেছো সুইচবোর্ডে
ও মেঘের হাসন মল্লার

ধাতু ধারণার পরে
ধুধু বাক্য নিভলে সেই,
পড়ে থাকে অমল সংহার

আমার বাসনাপর্বে রোদের আন্দাজ অনসূয়া
তাকে প্রতিঘাত শেখালেই
ছান্দসিক সূর্যাস্তে মাথামুণ্ডু সমেত দৃঢ় স্নান

আমার প্রথম শয্যা শরে পরিপাটি হলে
মেধাকান্ত কলাম দ্বিরালাপী

তারপর...

বালিশচাদরজিভদাঁতমাংসচামড়াউফআঃলাগছেলাগুক
শুনে শুনে

সেসব বিকেলও আজ নিশ্চিন্তে বিয়োতে পারে
আদর আর ঘৃণার সন্তান।