সব্যসাচী মজুমদার-এর দুটি কবিতা
সামনের
পুজো
সামনের
পুজো...
সামনের পুজো...
গাছে
গাছে পাখি
পুজো আসলেই
নীচে
গোসাপের সোনালী চামড়া
ছায়া
পড়ে আছে...
আর
বহুদূর থেকে
ঘর
ভাসানোর ভেতরে কোমল বৃষ্টিরা আসে
ছুঁয়ে
দিই নদী
শক্ত
হয় সে
আসেপাশে
জল
জলের
বৃদ্ধি
আসেপাশে
জুনি
ছেলে দেহটিতে
যোনিময়টিতে...
বৃহস্পতিকে
দেখা যাচ্ছিলো
আমাদের
ভাঙা জলছাদ থেকে
স্নায়ুবর্ণের
চাঁদ ফুটে ওঠে শিশুগাছ ঘেঁষে...
কিছুদিন
ধরে
কিছুদিন
ধরে লক্ষ্য করছি কুয়োতলা নয়
বিস্মৃতপ্রায়
পুকুরের জল
মনে
পড়ছে...
বই
হাতে নিয়ে রাস্তায় নেমে দাঁড়িয়েছে শিশু
নীলকণ্ঠের
দু'একটা ফুল তার পেছনেই
রোদের
মধ্যে মিশে গিয়েছিল
আমিষের
ঘ্রাণ
বেড়ালের
হাই তোলা হয়ে গেলে ওকে তুলে নিল
তোমাদের
মেয়ে
―তুলে
রেখে দিও এইসব ছবি
তুলে
রেখে দিও
কালোজিরে
আর নিমপাতা দিয়ে
কিছুদিন
ধরে লক্ষ্য করছি,
এক-দুই তারা
তিন-চার তারা
জ্বলে
ওঠবার আগে আগে
ফোটে
হাইব্রিড জবা
No comments:
Post a Comment