শাম্ব'র কবিতা
প্রবাদ
কবিত্ব মিথ। এ' কোন্ জন্ম বলো বৃন্দাবন!
অসংখ্য প্রবাদ মধ্যে নিষ্ঠুর সাঁওতালের গান।
প্রিয় ছিলে পত্রালাপে, জাগ্রত, উদাস...। বেনুবনে
হরিনামে চুম্বন করলে। শ্রান্ত রাখালের অর্ন্তবাস
কোন্ক্ষণে মুছে যায়। মোছে রক্ত পরিচয় শ্রীচৈতন্য
নামে! হিতাহিত শাক্ত বর্ম। হাড়-মাংস-নিদ্রা-সুখ-
গোত্র-পরিচয়—একটি খাঁ
খাঁ শুস্রসার মধ্যে বিগত
শরীর। ঝিঁঝিঁ পোকা। দূরের কীর্তন। তুমি কী প্রস্তুত
বিনোদ বিহারে? এ কোন্ দেশ? কোন্ জন্মে জাগ্রত
আদিম অথচ সত্য এ'তুলসী প্রেম? এই কন্ঠে শ্রীরাগ
ভজন। মায়া! হরিনামে চুম্বন করলে প্রস্তাবিত হাতে
আয়ু কাল থমকে গেছে। তবু, সুতীব্র সাইকেল...
No comments:
Post a Comment