অন্তর চক্রবর্তী'র দুটি কবিতা
হত্যারাত্রি থেকে, দূর
১.
দুধশাদা
বাগানের মাঝামাঝি, রাত
চেয়েছিল
আরও শাদা। অথচ হঠাৎ
নিশ্চুপে,
কিছুদূর সোজাসুজি গিয়ে
ভেঙেচুরে
লাল হয়ে পড়ে আছে ছড়িয়ে-ছিটিয়ে
কী
রঙে ডেকেছ ওকে, নিরুপায়? শাপান্ত? ভোর?
আমাদের
যোগাযোগ, ভিখিরি এ যখের পাঁজর
২.
হাড়ে
হাড় ঘনিয়েছে, রক্ত উঠে ফের
ভেসেছে
দুয়ার। ভাঙা প্রসবাগারের
যেটুকু
তোমার ঘুমে উৎসবের মতো
উঁকি
দেয় থেকে থেকে, কাছে গেলে উধাও সতত
তাকে
কি সারাও স্বপ্নে, হন্তারক? খুলে রাখো, খুন?
আলোগুলি
নিভে যেতে বাকি আছে সামান্য আগুন
No comments:
Post a Comment